পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ যে কোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট মঙ্গলবার বিকালে গুইমারা থানার আয়োজনে উপজেলার গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর এর স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা ত্রিপুরা উন্নয়ন সংসদের সভাপতি ত্রিদীপ নারায়ণ ত্রিপুরা, গুইমারা উপজেলা মারমা সংসদের সাধারণ সম্পাদক সালাপ্রু মারমা, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,।
উপস্হিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ পাল, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর, গুইমারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী রুবেল, গুইমারা উপজেলা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন, গুইমারা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম, গুইমারা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মৌজার হেডম্যান, পাড়া কারবারী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকবৃন্দ।
সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কে যে কোন তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
এসময়, গুইমারা থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার (এসআই) মো. জহিরুল ইসলাম, সহকারী বিট অফিসার (এএসআই) এলপন চাকমা উপস্থিত ছিলেন। এরপর, গুইমারা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার।