নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিলের উপস্থিতিতে নামাজ শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া কামনা করায় আওয়ামী লীগ নেতাকে কেন অব্যাহতি দেওয়া হবে না এ নিয়ে তৃণমূলে ক্ষোভ প্রকাশ করেছে দলীয় নেতা কর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায় দুজন মুসল্লী নামাজ শেষে ইমামকে দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করার জন্য বললে। ইমাম মসজিদ কমিটির অনুমতি নিয়ে দোয়া পরিচালনা করে। এ সময় ওই দোয়া মুনাজাতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। পরে সাঈদীর জন্য মুনাজাত করতে দেখায় অনেক আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতারা মসজিদ থেকে বেরিয়ে আসেন এবং তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। গত ১৮ আগস্ট দুপুরে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে এ ঘটনা ঘটে
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিলের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আমার মসজিদের সেক্রেটারি অনুমতি দিয়েছে। তাৎক্ষণিক হওয়ায় আমি উঠতে পারিনি। তাই মুনাজাতে অংশগ্রহণ করেছি। আর এ প্রজন্ম এ বিষয় গুলো জানে না। তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ছাত্রলীগ নেতা জানান, আমি ও দিন ওই মসজিদে নামজা পড়ি। নামাজ শেষে দেখি মসজিদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ডানে আর বায়ে মসজিদের সেক্রেটারি ও মাঝখানে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম। তখন সাথে সাথে আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা মসজিদ থেকে বেরিয়ে প্রতিবাদ করি।
মসজিদের খতিবের সাথে কথা বললে তিনি এ বিষয় নিয়ে কথা বলতে রাজি নয় বলে ফোনের লাইন কেটে দেন।