1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী জাফর আহমেদ এর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার অর্থ-আত্মসাৎ,দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে শ্রীপুরে ৩দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা’র উদ্বোধন দিনাজপুরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পুষ্টি উৎসব অনুষ্ঠিত তিতাসে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কৃষক লীগের ৩ মাসের কমিটির দীর্ঘ ৩বছর ধরে পদ বানিজ্যের অভিযোগ থাকলেও দেখার কেউ নেই!

চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী জাফর আহমেদ এর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দোয়া-মুনাজাত, স্মরণ সভা ও কাঙালি ভোজের মাধ্যমে জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া কাজী বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল হায়দার।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মো: নাহিদ।

সভায় কাজী জাফর আহমেদ এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব কাজী মো: নজরুল, ফেনী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সমীর বাবু, কুমিল্লা দক্ষিণ জেলা যুব সংহতি নেতা এডভোকেট খোরশেদ আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, ঢাকা রেলওয়ে শ্রমিক পাটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী প্রমুখ।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুলাহ চৌধুরী পাশার সভাপিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদ এর সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন জকি, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নূর হোসেন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম, উপজেলা যুব সংহতির নেতা কাজী মোস্তাফিজুর রহমান ছুট্টু, উপজেলা ছাত্র সমাজের নেতা কাজী রাসুল ইসলাম।

এর আগে জাতীয় পার্টির নেতৃবৃন্দ কাজী জাফর আহমেদ এর কবর জিয়ারত করেন। এ সময় দোয়া-মুনাজাত পরিচালনা করেন চিওড়া কাজী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার। পরে কাঙালি ভোজে অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান সহ স্থানীয় হতদরিদ্র ও অসহায় জনতা।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম