গাজীপুর মহানগর টঙ্গীর ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মজিব সহ ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট আইভি রহমানসহ গ্রেনেট হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল।
রবিবার ( ২০ আগস্ট ) টঙ্গীর বউবাজার সবদরআলী মাষ্টার বিদ্যানিকেতন স্কুল মাঠে ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আলহাজ্ব মোঃ গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা গাজী ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রোটাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলার ফেরদৌসী জামান ফিরু, টঙ্গী থানা যুব লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহম্মেদ মিশু, টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মন্জু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, এমরান তালুকদার বশির, হাজী মোঃ ইয়াছিন, খালেদ সাইফুল্লাহ সেলিম, লিটন উদ্দিন সরকার, শুকুর আলী, হুমায়ূন কবির রুবেল, জুলহাজ খান, হাবিবুর রহমান লিয়ন,অমিত সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে সকল শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছে।