২০০৪ সালে ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া (মেম্বার), কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার, যুবলীগ নেতা নজরুল ইসলাম কাজল, ইয়াছিন ও শাহপরানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।