সোমবার (২৫শে সেপ্টেম্বর) রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এডিস মশা নিরোধক পণ্যের উদ্বোধন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামধন্য কোম্পানি ‘ভেলেন্ট বায়োসাইন্স’ এর বাংলাদেশী পার্টনার ‘সেফওয়ে পেস্ট কন্ট্রোল লিমিটেড’।
অনুষ্ঠানের প্রধান অতিথি ‘ভেলেন্ট বায়োসাইন্স’ এর পাবলিক হেলথ ও ‘আধার’ হেলথ বিভাগের ডিরেক্টর জেসন ডেভিড ক্লার্ক তাদের বিটিআই পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ‘সেফওয়ে পেস্ট কন্ট্রোল লিমিটেড’ ইতিমধ্যে ‘প্লান্ট প্রটেকশন উইং’ থেকে্যে পরিক্ষিত এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত। ভেলেন্ট বায়োসাইন্স’ এর এশিয়া প্যাসিফিক এর হেলথ ম্যানেজার সেলিনা বেন্জামিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বিটিআই পণ্য ব্যবহার এর একটি ডেমো প্রদর্শন করেন।
অনুষ্ঠানে ‘সেফওয়ে পেস্ট কন্ট্রোল লিমিটেড’ এর পরিচালক, দিলারা লুইজা ঠাকুর তার স্বাগত বক্তৃতায়, সেইফওয়ে এর বিটিআই পণ্যের ব্যবহারিক প্রসারের পাশাপাশি নিজেকে দেশের কল্যাণে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সেফওয়ে পেস্ট কন্ট্রোল লিমিটেড’ এর ম্যানেজিং ডিরেক্টর, জাহাদ ঠাকুর বলেন, এডিস মশা নিরোধক পণ্যের উদ্বোধন এর এই অনুষ্ঠানকে ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন, কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এর কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধিগণ।