গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করছেন জায়েদা খাতুন।
সোমবার (১১ সেপ্টেম্বর) নব নির্বাচিত মেয়রের অভিষেক উপলক্ষে নগরভবন এলাকা বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। সকালে নগরভবনের দক্ষিণে রথখোলা এলাকায় বঙ্গতাজ অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে স্বাগত জানানো হবে।
অপরদিকে গতকাল ছিল ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের শেষ কর্মদিবস।
গাজীপুর সিটি নির্বাচনে সারা দেশে ব্যাপক আলোচিত জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নির্দেশনায় তার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক এবং সিটি করপোরেশনের লোকজন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
মূল অনুষ্ঠান হবে নগর ভবনের দক্ষিণে বঙ্গতাজ মিলনায়তনে সকাল ১০টায়। সেখানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জায়েদা খাতুনকে স্বাগত জানানো হবে।