কুমিল্লার তিতাস থানার নবাগত ওসি কাঞ্চন কান্তি দাস এর সাথে তিতাস প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও ভূমিকা পালন করে। তাই আপনারা থানা পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবেন।
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল মুন্সি, কোষাধ্যক্ষ জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সুমন ও রাসেল মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (তদন্ত) নয়ন মিয়া, সাংবাদিক হুমায়ন কবির কাজল, আলমগীর হোসেন, সাকিব হোসেইন, নজরুল ইসলাম, তৌফিকুল ইসলাম ও কাইমুল ইসলাম প্রমুখ।