ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “রক্ত দান করুন, জীবন বাঁচাতে সাহায্য করুন” এ স্লোগানে- নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৩য় বার্ষিকী পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ টা- বিকাল ৪ টা পর্যন্ত স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল,
ঢাকা, হৃদরোগ বিভাগের মেডিকেল অফিসার ও সংগঠনের সভাপতি ডাঃ মোঃ তৌহিদুর রহমান হামীম এর সভাপতিত্বে এ মিলনমেলা অনুষ্ঠান উদ্বোধন করেন, দিনাজপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ সাদেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।