জেলা পুলিশের তত্বাবধানে মাইজদী ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
অনুষ্ঠিত হয়েছে । বিকালে ফিতা ও কেক কেটে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন,নোয়াখালী জেলা পুলিশ সুপার মো:শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মো.মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) সিরাজ উদ দৌলা, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ও জেলায় কর্মরত চালক-হেলপারগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, নোয়াখালী জেলা সাধারণ মানুষের সড়ক ব্যবস্থায় নিরাপত্তা প্রদানের জন্য সারাদিন রোদ,বৃষ্টিতে কাজ করে। ফলে বিশ্রাম নিতে পারে না। একই সাথে সাধারণ মানুষ যেন ট্রাফিক পুলিশের সেবা পেতে পারে সে জন্য এ ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।