মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ইনসেপ্টা ফার্মসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) জাহিদুল আলম, রাঘবদাইড় ইউ পি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকিরসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এমএ হাকিম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুন্নাহার জেবা।
সম্মাননা প্রাপ্তরা হলেন- সমাজসেবায় কামরুল লায়লা জলি, শিক্ষায় অধ্যক্ষ মোঃ আবদুল হাকিম বিশ্বাস, মুক্তিযুদ্ধে এসএম আবদুর রহমান, চিকিৎসায় ডাঃ দেবাশিস বিশ্বাস, ইতিহাস গবেষণায় কাজী তাসুকুজ্জামান, সঙ্গীতে আবু জাফর, মুক্তিযুদ্ধ গবেষণায় জাহিদ রহমান, সংগঠক হিসেবে সালাহউদদীন আহমেদ, সাহিত্যে ড. মুসাফির নজরুল ও সংগঠন হিসেবে সপ্তক সাহিত্য চক্র, মাগুরা ।