রাংগামাটির লংগদু উপজেলায় মঞ্জু হোসেন নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের লোহার বেঞ্চের ফ্রেম ও বিপুলসংখ্যক বই খাতা বিক্রির অভিযোগ উঠেছে।
তিনি লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা অফিস ও সরকারি অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক এ কাজটি করেছেন বলে এলাকাবাসীর নিকট হতে জানা গেছে।
ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও একই এলাকার ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে বেশকিছু লোহার ফ্রেম ও বই বিক্রি করেছে।
এ বিষয়ে অটোভ্যান চালক তালেবের নিকট জানতে চাইলে তালেব বলেন,আমি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ডেকে নিয়ে আমাকে কিছু চেয়ার টেবিলের ফ্রেম সহ বই খাতা মিলিয়ে ৩০০’শ কেজি মালমাল দেয় আমাকে ওই স্কুলের শিক্ষক।
অভিযোগের বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু হোসেন বলেন,দেখেন সভাপতি সহ আমরা একটি রেজুলেশন করে সিমানা প্রাচীরের কিছু লোহা পুরাতন বই খাতা বিক্রি করেছি,কমিটি থাকেই এসবের দেখাবাল করার জন্য আর কমিটির সিদ্ধান্ত নিয়েই এসব বিক্রি করেছি।
চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রহমত বলেন, অনুমতি নিয়ে বিক্রি করতে হবে এমনতো কিছু বিক্রি করিনি আর যেসব জিনিস বিক্রি করেছি এসব আমাদের অভ্যন্তরিন বিষয় এসবের জন্য কি এতো অনুমতি নিতে হয় এসব আমাদের বিদ্যালয়ের পার্সোনাল বিষয়।
লংগদু উপজেলা শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন বলেন, আমি এখনো বিষয়টি জানি না তবে সরকারি নিলাম ব্যতিত সামান্য কিছুও বিক্রি করা উচিৎ নয়, বিষয়টি আমি তাদের কাছে জেনে দেখি তারা কি বলে, যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।