1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লংগদুতে নিয়মের তোয়াক্কা না করেই ৩০০'শ কেজি সরকারি মালামাল বিক্রি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার অর্থ-আত্মসাৎ,দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে শ্রীপুরে ৩দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা’র উদ্বোধন দিনাজপুরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পুষ্টি উৎসব অনুষ্ঠিত তিতাসে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কৃষক লীগের ৩ মাসের কমিটির দীর্ঘ ৩বছর ধরে পদ বানিজ্যের অভিযোগ থাকলেও দেখার কেউ নেই!

লংগদুতে নিয়মের তোয়াক্কা না করেই ৩০০’শ কেজি সরকারি মালামাল বিক্রি

বিপ্লব ইসলাম, লংগদু।
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮ বার

রাংগামাটির লংগদু উপজেলায় মঞ্জু হোসেন নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের লোহার বেঞ্চের ফ্রেম ও বিপুলসংখ্যক বই খাতা বিক্রির অভিযোগ উঠেছে।

তিনি লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা অফিস ও সরকারি অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক এ কাজটি করেছেন বলে এলাকাবাসীর নিকট হতে জানা গেছে।

ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও একই এলাকার ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে বেশকিছু লোহার ফ্রেম ও বই বিক্রি করেছে।

এ বিষয়ে অটোভ্যান চালক তালেবের নিকট জানতে চাইলে তালেব বলেন,আমি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ডেকে নিয়ে আমাকে কিছু চেয়ার টেবিলের ফ্রেম সহ বই খাতা মিলিয়ে ৩০০’শ কেজি মালমাল দেয় আমাকে ওই স্কুলের শিক্ষক।

অভিযোগের বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু হোসেন বলেন,দেখেন সভাপতি সহ আমরা একটি রেজুলেশন করে সিমানা প্রাচীরের কিছু লোহা পুরাতন বই খাতা বিক্রি করেছি,কমিটি থাকেই এসবের দেখাবাল করার জন্য আর কমিটির সিদ্ধান্ত নিয়েই এসব বিক্রি করেছি।

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রহমত বলেন, অনুমতি নিয়ে বিক্রি করতে হবে এমনতো কিছু বিক্রি করিনি আর যেসব জিনিস বিক্রি করেছি এসব আমাদের অভ্যন্তরিন বিষয় এসবের জন্য কি এতো অনুমতি নিতে হয় এসব আমাদের বিদ্যালয়ের পার্সোনাল বিষয়।

লংগদু উপজেলা শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন বলেন, আমি এখনো বিষয়টি জানি না তবে সরকারি নিলাম ব্যতিত সামান্য কিছুও বিক্রি করা উচিৎ নয়, বিষয়টি আমি তাদের কাছে জেনে দেখি তারা কি বলে, যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম