গাজীপুরের” সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানে শ্রীপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী ১৩টি স্টলে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো:তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ভোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি।অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড:সামছুল আলম প্রধান,পরিষদের ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান,পৌর কাউন্সিলরসহ প্রসাশনের কর্মকর্তা,কর্মচারি ও স্হানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।প্রধান অথিতির বক্তব্যে ইকবাল হোসেন সবুজ বলেন, বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।
এদিকে শ্রীপুর পৌরসভার উদ্যোগে মেলায় অংশ নিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল হাসানের নেতৃত্বে পৌর প্রসাশনের সকল দপ্তরের সেবা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে মেলার ১য় দিনের ন্যায় আজও পৌর নাগরিকদের বিনামুল্যে,জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ,উত্তরাধিকার সনদ,ট্রেড লাইসেন্স ও পৌর কর সুবিধা নিশ্চিত করতে মেলায় আসা জনসাধানরকে উদ্ভোদ্ধ করছেন।এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল হাসান, ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ প্রধানসহ পৌর প্রসাশনের সকল দপ্তরের প্রধানগন উপস্হিত ছিলেন।স্হানীয় সরকার বিভাগের উন্নয়ন মেলা ১৯ সেপ্টেম্বর২০২৩ এ শেষ হওয়ার কথা রয়েছে।