1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার অর্থ-আত্মসাৎ,দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবরোধের সমর্থনে ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এর সামনে সাবেক ছাত্র নেতৃবৃন্দের মিছিল শ্রীপুরে সাংবাদিকের উপর হামলা | ‘২৮ অক্টোবর শাপলা চত্ত্বরে মহা-সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র – মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শ্রীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি

শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার অর্থ-আত্মসাৎ,দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)থেকে:
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪ বার

প্রায় দুই বছর ধরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল হাসান( মঞ্জু) দায়িত্ব আছেন। তার বিরুদ্ধে এরই মধ্যে বিস্তর অভিযোগ উঠেছে।জানা গেছে, কর্মকর্তা-কর্মচারিদের সাথে প্রজাদের মত আচরণে ক্ষুব্দ অনেকেই।নানা কেলেঙ্কারির অভিযোগ উঠলেও তার কুটকৌশলে ফলে রহস্যজনক কারণে বহাল তবিয়তে আছেন তিনি।রয়েছে নানা অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ।

মাত্র দুই বছর কর্মরত থাকা পৌর নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল হাসান মঞ্জু এরই মধ্যে পৌরসভার অনেক কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে ক্ষমতাধর ও প্রভাবশালী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পৌর নির্বাহী কর্মকর্তা ও এল পি আরে থাকা পৌর হিসাবরক্ষন কর্মকর্তা ইদ্রিস আলীর বিরুদ্ধে ঘুষ গ্রহন ও অন্যায়ভাবে হয়রানী করারসহ দুর্নীতি,স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পৌরসভার সহকারি প্রকৌশলী(পানি ও পয়: নিস্কাষন) আবু হেনা মোস্তফা কামাল নামের একজন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সকল সচিব মহোদয়,জেলা প্রশাসক,গাজীপুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ১১ লাখ টাকা ঘুষ নেয়া এবং চাকরি নীতিমালা অমান্য করে তার বিরুদ্ধে হয়রানি করে মানসিকভাবে বিপর্যস্ত করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়,শ্রীপুর পৌর মেয়র আলহাজ মো: আনিছুর রহমান সহকারি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল( পানি ও পয়:নিস্কাশন) তার এল পি সি মোতাবেক বকেয়া বেতন ভাতাসহ অন্যান্য ভাতা প্রদানের ভিত্তিতে সিনিয়র সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়কে পত্র দেন।

পত্রের জবাবে স্মারক নং ৩৫৯ তাং২১/৩/২২ ইং তারিখে উপ সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মো.ফারুক হোসেনের স্বাক্ষরিত বেতনের প্রত্যায়নপত্র(এল পি সি) অনুযায়ী বকেয়া ১৬ মাসের বেতন ভাতাসহ প্রভিডেন্ড ফান্ড এবং আনুতোষিক বাবদ প্রাপ্য বকেয়া অর্থ পরিশোধ করতে শ্রীপুর পৌরসভাকে অনুরোধ জানিয়ে চিঠি দেন।

ওই চিঠি আমলে না নিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা ও হিসাব রক্ষন কর্মকর্তা সহকারি প্রকৌশলী ( পানি ও পয়: নিস্কশন) আবু হেনা মোস্তফা কামালকে সকল বকেয়া পরিশোধ করার আশ্বাস দেন।তার বিনিময়ে তাদেরকে ৪ লাখ টাকা দিতে হবে।

আবু হেনা মোস্তফা কামাল ওই বছর তার মাকে নিয়ে পবিত্র উমরা পালন করবে বলে টাকার প্রয়োজনে তাদের শর্ত মেনে নেয়।শর্ত মতে তার মাসিক বেতনের বকেয়া বাবদ ৯ লাখ টাকা প্রদান করা হয়।ওই ৯ লাখ টাকা হতে তাদেরকে শর্ত মতে ৪ লাখ টাকা ঘুষ বাবদ দিতে হয়।পবিত্র উমরা পালন শেষে অফিসে যোগদান করে মো.রফিকুল হাসান মঞ্জু ও ইদ্রিস আলীর কাছে জানতে চান গ্র্যাচুইটি ফান্ডে(জি এফ) তার প্রাপ্য ২৬ লাখ টাকা জমা দেয়া হয়েছে কিনা।
অভিযোগে বলা হয়েছে, নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষন কর্মকর্তা আমাকে সাফ জানিয়ে দেন তাদেরকে আরো ৭ লাখ টাকা দিতে হবে।তা না হলে আমার জি এফ ফান্ডে টাকা জমা দিবেনা বলে জানিয়ে দেয়।আবু হেনা মোস্তফা কামাল পরিবারের ভবিষ্যত চিন্তা করে তাদের এ অমানবিক আবদারে রাজি হন।ভুক্তভোগির হাতে টাকা না থাকায় তার ভবিষ্যত কল্যাণ তহবিল হতে ঋন উত্তোলন করে ওদের চাহিদা পুরণ করা হয়।পরবর্তীতে ব্যাংক স্টেট্রমেন্ট তুলে দেখা যায় জি এফ ফান্ডে ২৬ লাখ টাকার মাঝে ১৬ লাখ জমা হয়েছে। এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাস করলে বাকী টাকা পরে জমা দেয়া হবে।এরই মধ্যে হিসাব রক্ষন কর্মকর্তা এল পি আরে চলে যায়।পৌর নির্বাহীর কাছে গেলে নানা ভয় ভীতি দেখায় বলে উল্লেখ করা হয় অভিযোগে।
সহকরি প্রকৌশলী ( পানি ও পয়: নিস্কাশন) আবু হেনা মোস্তফা কামাল জামালপুরের সরিষাবাড়ি পৌরসভা হতে গত ১২/১২/২১ ইং তারিখে পদন্নোতি পেয়ে শ্রীপুর পৌরসভায় যোগদান করেন।তিনি তার পুর্বের সকল বকেয়া বেতনসহ সুযোগ সুবিধা সমুহ এলপিসি মুলে বর্তমান পৌরসভা হতে গ্রহন করার আইনগত বিধিবিধান রয়েছে।আবু হেনা মোস্তফা কামাল যে পৌরসভা(সরিষবাড়ি) হতে বদলী হয়ে আসছেন ওই একই পৌরসভা হতে আবু হেনা মোস্তফা কামালের পরপরই মো.রফিকুল হাসান মুঞ্জু ৩য় শ্রেণী কর্মচারি হিসেবে শ্রীপুর পৌরসভায় বদলী হন।বদলীর আদেশের সাথে সাথে এল পি সি মোতাবেক সমুদয় বকেয়া ভাতা পরিশোধের নিমিত্তে মন্ত্রানালয় হতে ওই একই আদেশ দিয়ে শ্রীপুর পৌরসভাকে পত্র দেয়া হয়।তৎকালীন পৌরসভার সিইওকে মন্ত্রানালয়ের প্রভাব দেখিয়ে তার সকল বকেয়া কোন রকম উৎকোচ ছাড়াই আদায় করিয়ে নেন বলে অভিযোগে বলা হয়।পৌর নির্বাহীর স্বেচ্ছাচারিতার ফলে কর্তনকৃত বেতনে আবু হেনা মোস্তফা মারাত্মক আর্থিক সংকটে ভুগছে।পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন বলে বলা হয়েছে অভিযোগে।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের একজন প্রভাবশালী অতিরিক্ত সচিবের আত্নীয় পরিচয়ে যেন-তেন কাজ করতে তার ভাবতে হয়নি। তিনি জানান,পৌর নির্বাহী কর্মকর্তার আখের গোঁচাতে এবং দূর্নীতি ও লুটপাটে বাধা ছিল সিইও সুমিত সাহা।সিইওর বদলী,পৌর জনবল নিয়োগের ছাড়পত্র আনতে কুশীলব ছিরেন এ কর্মকর্তা।অভিযোগ রয়েছে বিধিবর্হিভুতভাবে প্রকৌশলীর নামে বরাদ্দ গাড়ী নিয়ে হরহামেষা জামালপুরের সরিষাবাড়ি নিজ বাড়িসহ বিভিন্ন জায়গায় যাওয়া আসা এ কর্মকর্তার। এ অভিযোগের বিষয়টি জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান মঞ্জু এসব বিষয়ে অস্বীকার করেন। এ ব্যাপারে জানতে শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি এরই মধ্যে আমি জেনেছি।আমি অসুস্হ্য থাকায় বিষয়টি কেউ আমাকে জানাইনি।আমি দেখব।দোষীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্হান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম