গাজীপুরের শ্রীপুরে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ এর একটি নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। এটি ইসলামী ব্যাংক মাওনা শাখার দ্বারা পরিচালিত হবে। মঙ্গলবার দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের আসওয়াদ গেইট সংলগ্ন এ শাখা উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, এজেন্ট স্বত্বাধিকারী মোস্তফা মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন মাস্টার, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা নুরুল ইসলাম, যুবলীগনেতা মোরছালীন মামুন, তরুণ সমাজ সেবক মোবারক হোসেন শ্যামল, সঞ্চালনা করেন মোহাম্মদ মমতাজ উদ্দিন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনিছুর রহমান বলেন, এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক। আমানতদারীতার ধারাবাহিকতা বজায় রেখে চলছে ব্যাংকটি। এই ব্যাংকে লেনদেনের আহবান জানান তিনি। মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।