1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার

স্টাফ রিপোর্টার:

অতিমাত্রায় রাজনীতিকরণ, স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজী ও সীমাহীন অনিয়মের মাধ্যমে দীর্ঘ দেড় যুগ ধরে চলা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রায় এক বছর আগে উত্তীর্ণ হলেও এতোদিন ওই কমিটি দিয়েই চলছিল প্রেস ক্লাবের কার্যক্রম। দেশের প্রতিটি ক্ষেত্র থেকে সব ধরনের অনিয়ম ও বৈষম্য দুর করার লক্ষে সম্প্রতি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাসীন দলের পতন হলে অধিকার বঞ্চিত সব শ্রেণি-পেশার লোকজন সর্বত্র পরিবর্তনের দাবি তোলে। এরই ধারাবাহিতায় বহু বছর ধরে বৈষম্যের শিকার হওয়া চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রেস ক্লাবের কমিটি বিলুপ্তের দাবি উঠায়। এমন পরিস্থিতিতে গত শনিবার(১০ আগস্ট) রাতে প্রেস ক্লাবের কমিটির সদস্যদের সাথে আলোচনার পর সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক আবুল বাশার রানা চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং প্রেস ক্লাবের পরবর্তী কার্যক্রম আহবায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হবে বলে হোয়াটসআপে ম্যাসেজ পাঠায়। এরই প্রক্ষিতে বৈষম্যের শিকার হওয়া সাংবাদিকরাসহ চৌদ্দগ্রামে কর্মরত অন্য সাংবাদিকদের নিয়ে রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে এক মতবিনিময় সভা দৈনিক নয়াদিগন্তের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম’র সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান, দৈনিক কালবেলা’র চৌদ্দগ্রাম প্রতিনিধ আবু বকর সুজন, দৈনিক বাংলার জাগরণ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল মান্নান, সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম’র নির্বাহী সম্পাদক এমরান হোসেন বাপ্পি, সাপ্তাহিক চৌদ্দগ্রাম’র নির্বাহী সম্পাদক মো: এমদাদ উল্যাহ, দৈনিক কালের কন্ঠের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, বিজয় বিডি ডটকম এর সম্পাদক মুহাম্মদ জহিরুল হাসান, দৈনিক যায়যায়দিন এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মু. বেলাল হোসাইন, দৈনিক একুশে পত্রিকা এর চৌদ্দগ্রাম প্রতিনিধি এফ এম রাসেল পাটোয়ারী, দৈনিক খবরপত্র প্রতিনিধি এম এ আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আনিছুর রহমান, এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি কামাল হোসেন নয়ন, দৈনিক দেশ রূপান্তর এর প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, দৈনিক সকালের সময় এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন, দৈনিক মানব জমিন পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: শাহীন আলম, দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি জহিরুল ইসলাম সুমন, আলোকিত একুশে সংবাদ প্রতিনিধি মো: আহসান উল্লাহ, দৈনিক ভোরের চেতনা এর প্রতিনিধি ইয়াছিন ফারুক, প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি গোলাম রসুল প্রমুখ।

সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ‘চৌদ্দগ্রাম প্রেস ক্লাব’ এর পূর্ণগঠনের লক্ষ্যে সিরাজুল ইসলাম ফরায়েজীকে আহবায়ক ও এমরান হোসেন বাপ্পিকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অপর সদস্যরা হলেন-মো: আকতারুজ্জামান, আবদুল মান্নান, আবু বকর সুজন, মো: এমদাদ উল্যাহ ও বেলাল হোসাইন। সভায় প্রেস ক্লাবের কমিটি বিলুপ্তের ঘোষণাপত্রটি আহবায়ক কমিটির নিকট হস্তান্তর করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার রানা।

আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সদস্য অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই করে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও প্রকাশ এবং তফসিল ঘোষণা করে ‘গণতান্ত্রিক’ উপায়ে ভোটের মাধ্যমে সাংবাদিকদের নেতৃত্ব নির্বাচন করার ব্যবস্থা করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net