1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে গরুচোরের গাড়িচাপায় কলেজছাত্রীর মৃত্যু, আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

নাঙ্গলকোটে গরুচোরের গাড়িচাপায় কলেজছাত্রীর মৃত্যু, আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি ঠেকাতে গিয়ে গরুচোরের গাড়িচাপায় ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তালতলা-আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে। নিহত পিংকি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের পূর্বপাড়ার মো: আব্দুল কাদেরের মেয়ে এবং বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম ও নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে একটি গরু বাঁধা ছিল। জুমার নামাজের সময় বাড়ির লোকজন নামাজ পড়তে চলে গেলে প্রাইভেটকারে গরুটি নিয়ে যাচ্ছিল ৪-৫ জন গরুচোর। এ সময় নিহত পিংকির মা আছমা বেগম চোরদের বাধা দিলে তারা তাকে বেধড়ক মারধর করে। পরে আছমার চিৎকারে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারটির সামনে দাঁড়ালে চোরচক্রের সদস্যরা তাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিংকি ও তার মা আছমা বেগমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আছমা বেগম বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার জন্য পিংকিকে কুমিল্লার প্রেরণ করা হয়। পরে কুমিল্লায় নেওয়ার পথে পিংকি মৃত্যুবরণ করে। লাশ বাড়িতে নিয়ে আসলে সংবাদ পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এদিকে থানা ‍পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ যুবককে আটক করে এবং চুরি হওয়া গরুটি পাশ্ববর্তী বাঙ্গড্ডা ইউনিয়নের দৌলতপুর থেকে উদ্ধার করে গৃহস্তের নিকট হস্তান্তর করে।

মেয়ে হত্যার বিচার চেয়ে পিংকির বাবা আব্দুল কাদের বলেন, ‘বাড়ির সামনে থেকে আমার গরুটি প্রাইভেটকারে করে চুরি করে নিয়ে যাচ্ছিল ৪-৫ জনের গরু চোরের দল। এ সময় বাধা দিলে পিংকিকে গাড়ি চাপা দেয় তারা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থেলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার ও সন্দেহভাজন ৩ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আটক সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net