1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু পিজিশিয়ান শারমিন কর্তৃক চক্ষু রোগিদের ব্যাপক হয়রানি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি পুলিশকে আরও মানবিক হওয়ার আহবান জেলা প্রশাসক রাজশাহীর ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের নাককাটি ঠাকুরের পুকুরে বিয়ের আগে ভিড় বাড়ে মানুষের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন “চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু পিজিশিয়ান শারমিন কর্তৃক চক্ষু রোগিদের ব্যাপক হয়রানি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও চক্ষু বিভাগের দায়িত্বরত পিজিশিয়ান মোসা: শারমিন আক্তার দীর্ঘদিন যাবৎ সেবা নিতে আসা চক্ষু রোগিদের নানাভাবে হয়রানি করে আসছেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম বাজারের কয়েকজন চশমা ব্যবসায়ী ও ভুক্তভোগি একজন রোগি কর্তৃক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পরও টনক নড়েনি উর্ধ্বতন কর্তৃপক্ষের। প্রতিকার চেয়ে ভুক্তভোগিরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ধারে ধারে ঘুরছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে শীঘ্রই তারা সিভিল সার্জন কার্যালয়ে যাবেন বলে জানা গেছে।

ভুক্তভোগি সূত্রে ও রোববার (১৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে জানা গেছে, খোলার দিনে প্রায় প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগি চক্ষু চিকিৎসা সেবা নিতে আসেন। এদের অনেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ও হতদরিদ্র পরিবারের। স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু বিভাগের ফিজিশিয়ান মোসা: শারমিন আক্তার সেবা প্রত্যাশী রোগিদের চিকিৎসাপত্র দেওয়ার সময় তার স্বামী মো: শরীফ হোসেন সুমন এর চৌদ্দগ্রাম বাজারস্থ ‘রুহি অপটিকস’ থেকে চশমা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। রোগিদের সাথে কথা বলে জানা গেছে, এটা তার রুটিন কাজ। সেখান থেকে চশমা ক্রয় না করলে হাসপাতাল থেকে রোগিদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের ঔষধ দিবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। তার এমন হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগি অনেক রোগিই হাসপাতাল কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্থানে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। একাধিক লিখিত অভিযোগ প্রাপ্তির পরও উপজেলা স্বাস্থ্য প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ভুক্তভোগিদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে ভুক্তভোগি রোগি ও তাদের স্বজনরা সংঘবদ্ধভাবে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ নিয়ে যাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত চক্ষু পিজিশিয়ান মোসা: শারমিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এমন কিছুই করিনি। আমার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে কেউ কেউ ষড়যন্ত্র করছে।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: রশিদ আহমেদ বলেন, ‘ভুক্তভোগি কর্তৃক লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত চিকিৎসককে নোটিশ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net