1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোচিত আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার দিলেন মাগুরার জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা: টেলিগ্রাফ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক- মির্জা ফখরুল এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর

আলোচিত আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার দিলেন মাগুরার জেলা প্রশাসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৮ বার

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরার সেই আলোচিত আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার দিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। ২১ মার্চ ২০২৫ শুক্রবার শিশুটির নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং ঈদ উপহার সামগ্রী, চাল ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ অন্যরা।
জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, শিশুটির দূঘর্টনার সংবাদ শোনার পর থেকেই জেলা প্রশাসন শিশু ও শিশুটির পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। শিশুটি মারা গেলে তার মরদেহ জেলা প্রশাসনের সহযোগিতায় সর্বাত্মক গুরুত্ব দিয়ে তার বাড়িতে পৌঁছে দাফন কাজ শেষ করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা, মহিলা বিষয়ক, ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে এবং পরিবারটিকে সহযোগিতা করেছে।
উপজেলা নির্বাহী অফিসারগণ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশুটির আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়ার ব্যবস্থা করেছে। আজও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ২৫ হাজার টাকার চেক, চাউল ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আমরা আর্থিকভাবে এই পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে এবং কোন রকম সমস্যা না হয় সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। শিশুটির পিতা কিছুটা মানসিক প্রতিবন্ধী, তাকেও প্রতিবন্ধী কার্ডের আওতায় আনা হবে। শিশুটির বিচারের সর্বোচ্চ সাজার রায় সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া সমাধান হবে। জেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net