নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভা রাজধানীর বিএম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আজাদ বাশার প্রমুখ।