এস. এম. জাকির,
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজ্যুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত চন্দনাইশ উপজেলা ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৩ মে (মঙ্গলবার) চন্দনাইশ উপজেলা ভিডিও কনফারেন্স হলে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। “গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা ষ্টিয়ারিং কমিটি চন্দনাইশে নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার বয়স্ক, নারী ও শিশু হেল্প ডেক্স কর্মকর্তা এসআই মো. রাকিব হোসেন। আলোচনায় অংশ নেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পুলিশের নারী নিয়োগ, বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোড পরিচালনা জোরদার করা। থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক সক্রিয়করণসহ নারী এস আই নিয়োগের উদ্যেগ নেয়ার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। চন্দনাইশ স্টিয়ারিং কমিটির সমন্বয়ক, উন্নয়ন কর্মকর্তা এস.এম এরশাদুল করিমের পরিচালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক, শিক্ষক জাফর আহমদ, ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, সাবেক কাউন্সিলর যথাক্রমে হাসনারা বেগম, কোহিনুর আকতার, ওডেবের এরিয়া কর্মকর্তা মাহমুদুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভুমিকা পালন করছে।