চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভূক্ত আসামীসহ ৭ জনকে আটক করেছে। গতকাল ১০ মে ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি সি.আর মামলার সাজাপ্রাপ্ত, ৫টি সি.আর মামলা ও ৩টি জিআর মামলার ৯টি গ্রেফতারী পরোয়ানামূলে ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গাছবাড়িয়া দুলর্ভপাড়ার শিশু আসামী মো. শিফাত, সিআর মামলার আসামী দোহাজারীর মুন্নি আকতার, মনিসা আকতার, মুন্নী আকতার-২, আবদুর রাজ্জাক, শাহনাজ আক্তার আজাদ, জিআর মামলার মো. আলমগীর। গ্রেফতারকৃত আসামীদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান।
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির।
১০/৫/২০২৫খ্রী.