নিজস্ব প্রতিবেদক :
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল বিসিবি। প্রস্তুতি হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। তবে সেই সিরিজ এখন শঙ্কার মুখে।
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাব বেশ ভালোই পড়েছে ক্রিকেটে। বিশেষ করে এশিয়ার ক্রিকেটে লেগেছে বড় ধাক্কা। যেখানে সবচেয়ে বেশি ক্ষতির মুখে বাংলাদেশ। চলতি বছরেই উভয় দেশের সাথেই ছিল তাদের খেলা।
ভারত সিরিজ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, তা মাঠে গড়ানোর সময় আছে বেশ। আগামী সেপ্টেম্বরে দেখা হওয়ার কথা ছিল দু’দলের। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা ছিল চলতি মাসেই।
সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ মে পাকিস্তানে পা রাখার কথা ছিল টাইগারদের। তবে যুদ্ধের তীব্রতায় এই সিরিজ এখন হুমকির মুখে।
পিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ১ জুন ও ৩ জুন। কিন্তু সফরটি নিয়ে শঙ্কা যেন কাটছেই না। গতকাল শনিবার বোর্ড মিটিং করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।
বিসিবির পক্ষ থেকে অবশ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
বিসিবি বিবৃতিতে বলেছে, ‘আসন্ন পাকিস্তান সফর নিয়ে দুই বোর্ডের মাঝে আলোচনা চলমান আছে। বিসিবি জোর দিয়ে জানাচ্ছে যে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সাথে নেয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হবে।’
পাকিস্তান সফররের আগে অবশ্য দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি যুক্ত করেছিল বিসিবি। পাকিস্তান সফর বাতিল হলে সেই সিরিজও বাদ পড়তে পারে ধারণা ছিল অনেকের।
তবে বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়েই আরব আমিরাতে যাবে বাংলাদেশ। জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ ও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল পূর্বনির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।’