সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জে সরকারি বন বিভাগের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা বাড়িঘরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।
১৬ মে (শুক্রবার) দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালী বনবিট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, রেঞ্জের ফুলছড়ি আওতাধীন ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজারপড়া নামক এলাকায় বনবিভাগের জমি দখল করে স্থানীয় জসিম উদ্দিন নামের এক ব্যক্তি ইটের ঘর নির্মাণ করে আসছিল।
কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশে, সহকারী বন সংরক্ষক শীতল পালের সমন্বয়ে দখল ঠেকাতে শুক্রবার দুপুরে বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে, স্টাফ, ভিলিজার
ও বাগান পাহারা দলের সদস্যরা সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রায় ৮ শতক সংরক্ষিত বনভুমির জায়গা দখল মুক্ত করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, বনের জমি দখলে জড়িতদের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দেওয়া হবে। বন বিভাগের জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।