1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার  হামলা চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ ঠাকুরগাঁও দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি ওয়াদুদ, সম্পাদক মোজাম্মেল সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ হজযাত্রী এসএ টিভি: আওয়ামী দালাল ও নারী লোভীদের আখড়া চবির ৫ম সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫ বার

 

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মাটির ড্রাম ট্রাকের চাপে দুইটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের একটি ব্রিজ ও দুইটি কালভার্ট ভেঙে মরণ ফাঁদ তৈরি হয়েছে।

 

উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর-চৌমুহনী ও ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর-নারায়ণপুর সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় থাকলেও ব্রিজ-কালভার্ট সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনসহ স্কুল-মাদরাসার শিক্ষার্থী-সাধারণ পথযাত্রী ও স্থানীয় জনগণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার নালঘর-চৌমুহনী বাজার সড়ক ও সৈয়দপুর-নারায়ণপুর সড়কে প্রতিদিন মোটরসাইকেল, ব্যাটারি ও সিএনজি চালিত অটো-রিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ সহ দুই সড়কের পাশে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। বিশেষ করে সন্ধ্যার পর সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে ব্রিজ-কালভার্টের ভাঙা অংশে দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে নালঘর-চৌমুহনী বাজার সড়কের বসুয়ারা ও কৈয়নী এলাকায় দুটি কালভার্ট, সৈয়দপুর-নারায়ণপুর সড়কের নারায়ণপুর ব্রিজ ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কার বা মেরামতের উদ্যোগে নিচ্ছে না কেউ।

 

ভাঙা ব্রিজ-কালভার্টে পড়ে প্রায় প্রতিদিনই নারী-পুরুষ স হ সাধারণ যাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে। বসুয়ারা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ অনেকেই জানান, মাটি খেকোরা রাতের অন্ধকারে ড্রাম ট্রাকে করে অবৈধভাবে মাটি ক্যারিং করে, মাটি ভর্তি ড্রাম ট্রাকের কারণে গ্রামীণ সড়কের কালর্ভাটগুলোর কিছু অংশ ভেঙে যায়। এছাড়াও পুরো সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে রাতের বেলায় অপরিচিত মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। ভাঙা কালভার্টগুলো সংস্কারে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

 

ভুক্তভোগী শাহাদাত হোসেন ও আকতারুন নাহার বলেন, ‘সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বাড়ি ফেরার পথে ভাঙা কালভার্টে পড়ে যাই। এতে শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হই। দ্রুত ভাঙা কালভার্ট সংস্কার বা মেরামত না করলে জনভোগান্তি চরমে পৌঁছবে।’

 

চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, ‘বন্যা পরবর্তী সময়ে অনেক কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের চলাচলে সমস্যা বিবেচনায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি-দ্রুত ভাঙা ব্রিজ ও কালভার্ট সংস্কার করে এ এলাকার জনসাধারণের কষ্ট লাঘব করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net