নোয়াখালী প্রতিনিধি :
লোভ দেখিয়ে ব্যবসার লভ্যাংশ দেওয়া’সহ বিভিন্ন প্রলোভন দেখি মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আত্মসাৎ এর অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে আলা উদ্দিন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।
সকালে চৌমুহনী চৌরাস্তা এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে অবস্থা নিয়ে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় ভুক্তভোগীরা বলেন, চৌমুহনী বাজারের মদিনা টেলিকমের সত্ত্বাধিকারী আলা উদ্দিন লাভ দেওয়া, ব্যবসায় শেয়ার দেওয়া ও ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের মানুষের কাছ থেকে টাকা নেয়। প্রায় ৩ কোটির বেশি টাকা সে আত্মসাৎ করেছে। আলা উদ্দিনের কাছ থেকে টাকা চাইতে গেলে সে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে দেয়। টাকা না দিয়ে উল্টো সে পাওনাদারদের হুমকি ধমকি দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তারা তাদের পাওনা টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।