নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউপি সদস্য দিদারুল ইসলামের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২জুন) বিকেলে উপজেলার ইসলামাবাদ বাঁশঘাটায় এ মানববন্ধনে ভুক্তভোগীরা অংশ নেন। এসময় তারা মেম্বারের বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম তুলে ধরে তার মেম্বার পদ বাতিলের দাবীও জানান।
মানববন্ধনে মাঝি জাফর আলম, মহিবুল্লাহ, মোখতার আহমদ, ছফর আলম, তোফায়েল আহমদ, ছৈয়দ করিম, হাজেরা খাতুন, নুর বানু, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন ও মোঃ জাফরসহ অনেকে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার দিদারুল ইসলামের অধিনে ইতোপূর্বে কর্মসৃজন প্রকল্পে তারা কাজ করেছেন। তাদের তালিকায় ৫০ জন সদস্য ছিল যাদের ভাতা পাওয়ার সীমকার্ড ও পিনকোড মেম্বার দিদার নিজের কাছে রেখে দিতেন। সরকারী ভাতা এলে তিনি কাউকে না জানিয়ে সবার ভাতা উত্তোলন করে ২/৩ শ টাকা হারে বিতরণ করে সমুদয় টাকা নিজে ভোগ করেন। ন্যায্য টাকা ও সীমকার্ড ফেরত চাইলে তিনি নানান হুমকি ধামকিসহ কাজ থেকেও বাদ দেওয়ার ভয়ভীতি দেখান। তালিকায় ৫০ জনের নাম থাকলেও মাত্র ২৩ জন কাজে উপস্থিত থাকতেন। কিন্তু মেম্বার সবাইকে উপস্থিত দেখিয়ে সকল টাকা নিজে আত্মসাত করেছেন। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারী ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভোক্তভোগীরা লিখিত অভিযোগ দেন। অভিযোগটি উপজেলা প্রকল্প কর্মকর্তা তদন্ত করছেন।
অভিযুক্ত মেম্বার দিদারুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করেন।