1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেনে নিন ঈদুল আজহার দিনে কি কি আমল করবেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

জেনে নিন ঈদুল আজহার দিনে কি কি আমল করবেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯৯ বার

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল আজহা ইসলামের একটি মহান দিন, যা কুরআন ও সহিহ হাদিসের আলোকে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই দিনটিকে ‘ইয়াওমুন নাহার’ (يَوْمُ النَّحْرِ) বলা হয়, অর্থাৎ কোরবানির দিন। আনন্দ ও উৎসবের পাশাপাশি তাকওয়া, ইবাদত এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে এই দিনে কিছু মুস্তাহাব (পছন্দনীয় ও উত্তম) আমল রয়েছে, যেগুলো পালন করা সুন্নাত এবং আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয়। এই আমলগুলো যথাযথভাবে পালন করলে একজন মুমিন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং ঈদের প্রকৃত ফজিলত অর্জন করতে সক্ষম হয়।

ঈদুল আজহার গুরুত্বপূর্ণ আমলসমূহ:

১. তাকবিরে তাশরিক বলা: ৯ জিলহজ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ আসরের পর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, “তুমি তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করাও।” (সুরা ইবরাহিম: ৫)। ইবনু আবি শাইবা ও বায়হাকি থেকে বর্ণিত, “কান আলীয়্যুন রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিরু মিন সালাতিল ফাজরি ইয়াওমা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক।” অর্থাৎ, ৯ জিলহজ আরাফার দিন ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আলি (রা.) তাকবির পড়তেন। তাকবিরটি হলো: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।)

২. ঈদের নামাজ আদায় করা: রসুলুল্লাহ (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে মুসাল্লায় (ঈদগাহে) ঈদের নামাজ আদায় করতেন। (সহিহ বুখারি: ৯৫৬, সহিহ মুসলিম: ৮৮৯)। তাই ইদগাহে নামাজ আদায় করা মুস্তাহাব। ঈদের নামাজ ফরজ না হলেও, এটি ওয়াজিব।

৩. গোসল করা, সুগন্ধি ব্যবহার ও উত্তম পোশাক পরিধান করা: নবীজি (সা.) ঈদের দিন গোসল করতেন। (ইবনু মাজাহ: ১৩১৫)। এটি ঈদের অন্যতম সুন্নাত। তাই ঈদের নামাজের পূর্বে গোসল করা, সুন্দর ও পরিষ্কার কাপড় পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা উচিত।

৪. কোরবানি করা (সামর্থ্যবানদের জন্য): কোরবানি করা ঈদের দিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা বলেন, “অতএব, তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কোরবানি করো।” (সুরা কাউসার: ২)। রসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে, কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।” (ইবনু মাজাহ: ৩১২৩)। এটি মুস্তাহাব নয়, বরং সামর্থ্যবানদের জন্য ওয়াজিব।

৫. ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া (ঈদুল আজহার দিন): রসুলুল্লাহ (সা.) ঈদুল ফিতরের দিন খেজুর খেয়ে ঈদের নামাজে যেতেন, কিন্তু ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর কোরবানির গোশত খেতেন। (তিরমিজি: ৫৪২)। এটি এই দিনের একটি বিশেষ সুন্নাত।

৬. হেঁটে ঈদগাহে যাওয়া ও ফিরে আসার সময় ভিন্ন রাস্তা ব্যবহার করা: রসুলুল্লাহ (সা.) ঈদের দিন হেঁটে ঈদগাহে যেতেন এবং ভিন্ন পথ দিয়ে ফিরে আসতেন। (ইবনু মাজাহ: ১৩১৪, তিরমিজি: ৫৪১)। এটি আল্লাহর রহমত ও বরকত লাভের একটি সুন্দর উপায়।

৭. আল্লাহর জিকির ও তাসবিহ বেশি বেশি পড়া: আল্লাহ তাআলা বলেন, “যেন তারা আল্লাহর নির্ধারিত কয়েকটি দিনে তাঁর নাম স্মরণ করে।” (সুরা হজ: ২৮)। এই দিনগুলোতে (১০-১৩ জিলহজ) বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করা, দুআ করা, তাসবিহ, তাহমিদ, তাকবির পড়া সুন্নাত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net