1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী বিশ্বকাপের জন্য ভারতের চার ভেন্যু চূড়ান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা

আগামী বিশ্বকাপের জন্য ভারতের চার ভেন্যু চূড়ান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮৪ বার

নিজস্ব প্রতিবেদক :

নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের আসর বসছে ভারতে। তবে টুর্নামেন্টে অংশ নেওয়া পাকিস্তান দলের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়, নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম।

সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে, ভারতের চারটি শহরের সঙ্গে একমাত্র বিদেশি ভেন্যু হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কা। ভারতের ভেতরে খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম (এসিএ), ইন্দোরের হলকার স্টেডিয়াম এবং ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপড়েনের জেরে এমন সিদ্ধান্ত এসেছে। এর আগে ২০২5 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয়েছিল নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। সে সময় দুই দেশের মধ্যে আইসিসি চুক্তি করে যে, ২০২৪-২০২৭ সালের মধ্যে কোনো দেশ টুর্নামেন্ট আয়োজন করলে, প্রতিপক্ষ দেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

এ বছরের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর, স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে বেঙ্গালুরুতে। আট দলের এই প্রতিযোগিতা হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে, যেখানে মোট ম্যাচ হবে ২৮টি। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমি-ফাইনালে।

সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নির্ধারিত হয়েছে দুটি সম্ভাব্য ভেন্যু। ২৯ অক্টোবর প্রথম সেমি-ফাইনাল হবে গুয়াহাটি অথবা কলম্বোতে, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমি-ফাইনাল হবে বেঙ্গালুরুতে। ২ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু বা কলম্বোয়—তবে পাকিস্তান নকআউটে উঠলে তবেই ম্যাচ দুটি কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।

এই আসরে সরাসরি জায়গা পেয়েছে ছয় দল—ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করবে আইসিসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net