কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বর পরিবেশে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম সায়েম মজুমদার।
রবিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় বিদ্যালয় অডিটোরিয়াম অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী খন্দকার আলমগীর হোসাইন।
তিনি বলেন – প্রতিটি ‘মা’ তার সন্তানের প্রথম শিক্ষক। আমাদের শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু গুণগত শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সাবেক সফল চেয়ারম্যান শহিদুল্লাহ মিয়াজী, সমাজসেবক এডভোকেট কাজী নুরে আলম সিদ্দিক, সাংবাদিক সাইফুল ইসলাম, ছাত্র নেতা পারভেজ মজুমদার প্রমুখ।