জুলাই স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু ৫ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার লক্ষ্যে জমিসহ গণভবনের সমুদয় সম্পত্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুকূলে লিখে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত সপ্তাহে তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে লিজ দলিল করে ৯৯ বছরের জন্য গণভবনের ১৭ একর জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। ৫ আগস্ট উদ্বোধন হবে এ জাদুঘর। প্রাথমিকভাবে উদ্বোধন উপযোগী করতে গণভবনে এখন রাতদিন কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ খাতে সরকার বরাদ্দ দিয়েছে ১১১ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চব্বিশের বর্ষা বিপ্লবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদানসহ বিভিন্ন স্মৃতি ধরে রাখতে প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন হিসাবে সংরক্ষিত গণভবনকে সরকার ইতোমধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে ঘোষণা করেছে। যেখানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার আগ পর্যন্ত থাকতেন দোর্দণ্ডপ্রতাপশালী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত বছর ৩০ ডিসেম্বর সরকারের উচ্চপর্যায়ে এ সংক্রান্ত কমিটির বৈঠক থেকে গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর নকশা প্রণয়ন ও অনুমোদন করতে সাত মাস বিলম্ব হয়। ৮ জুলাই জাদুঘরের নকশা অনুমোদন হয়। এ অবস্থায় দরপত্র আহ্বান করে কাজ শেষ করতে বিলম্ব হবে বিধায় সরকার সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে। এজন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে। বরাদ্দ দেওয়া হয় ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। ওটিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে।