যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, সব উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হাতিয়ারগুলো উদ্ধারের চেষ্টা সবসময় জারি আছে। বিশেষ অভিযান পুরো দেশেই চলছে। নির্বাচনের আগ পর্যন্ত চলবে।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স শূন্যে নামিয়ে আনা হবে। মবের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আর বর্তমান বাহিনী দিয়েই নির্বাচন হবে এবং খুব ভালোভাবে হবে।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা সাধারণত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করি এবং এটার ভেতরে যেহেতু আইন-শৃঙ্খলা, যদিও দুইটা ওয়ার্ড কিন্তু এইটা অনেক বড় ব্যাপ্তি, অনেক বড়। এজন্য এমন কোনো কিছু নাই, আলোচনার ভেতরে আসে না। মোটামুটি দেশের সবকিছু ব্যাপারে আলোচনা হয়, সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে কী ধরনের ঘটনা ঘটতে পারে এই ব্যাপারেও আলোচনা হয়। আমরা এগুলোর ব্যাপারে আলোচনা করছি।