ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে পোশাক শিল্প পণ্যের ডিজাইন এবং মানোন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া।
এসএমই ফাউন্ডেশন কতৃক আয়োজিত এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রাক ব্যাংক রিজিওনাল হেড মুহাম্মদ ওয়ালীউল এ খান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবা নাওরিন।
সাইরিন সেলি শিখার সভাপতিত্বে অনুষ্ঠান মনিটরিং করেন ঈদগাহ টেকনোলজি স্কুল (ইটিএস)-এর পরিচালক তারেকুল হাসান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার ট্রেইনার জহিরুল ইসলাম প্রমুখ।