খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার অধিনস্থ ৭নং ওয়ার্ডে নিজ বাড়ী থেকে রেহেনা বেগম (৪৫) ও আমেনা বেগম (৮৫) মা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাগান টিলার বাড়ীতে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ডুকে লাশ দুটি বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন ও রামগড় থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনারস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, বাগান টিলা নামক স্থান থেকে দুই মহিলার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলমান।