ঢাকায় সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের পর দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য প্রদান ও যোগাযোগের উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসন জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে হওয়া ভূমিকম্পের পর জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনা-সংক্রান্ত যেকোনো তথ্য বা জরুরি প্রয়োজনে নির্ধারিত নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো:
০১৭০০-৭১৬৬৭৮
০২-৪১০৫১০৬৫
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।