বিএনপি-জামায়াতের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ
এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেছেন জেলা রিটার্নিং কর্মকতা। এ সময় কুমিল্লা-৯ আসনের মোট ১৩ প্রার্থীর মধ্যে বিএনপির,জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে জাতীয় পার্টি, খেলাফত মজলিস ও স্বতন্ত্রসহ ৮ প্রার্থীর মনোনয়ন।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
এ সময় সদর আসনের সব প্রার্থী উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, কুমিল্লা-৯ আসনে দাখিলকৃত ১৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এর মধ্যে ৮ জন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি জানান,হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
মনোনয়নপত্র বৈধ যাদের তারা হলেন- আবুল কালাম (বিএনপি), ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন সিদ্দিকি (জামায়াত), আবু বকর ছিদ্দিক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ),সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মিজানুর রহমান চৌধুরী (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)।
নিজ নিজ মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর শুকরিয়া ব্যক্ত করেন বিএনপির প্রার্থী আবুল কালাম ও জামায়াতের প্রার্থী ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন সিদ্দিকি তারা দুজনই বলেন, এখন পযন্ত নির্বাচনি পরিবেশ সুন্দর আছে। প্রশাসনের চলমান কার্যক্রমে আমরা খুশি। আশা করছি, একটি ভালো নির্বাচন হবে।