1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে হবে - এমপি ফজলে করিম চৌধুরী  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে হবে – এমপি ফজলে করিম চৌধুরী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১০৮ বার

শাহাদাত হোসেন,

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায় মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম শীর্ষক প্রকল্প কেন্দ্রীয় কর্মশালায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি সংসদ সদস্য ও হালদা পাড়ের বাসিন্দাদের নিয়ে কমিটি করতে হবে। তাহলে হালদার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, হালদা নদীর সাথে সংযুক্ত শাখা খাল গুলো খনন করতে হবে এবং শাখা খালের মধ্যে কলকারকারখানা, ডেইরী ফার্ম, পোল্টি ফার্মের  বজ্য ফেলা বন্ধ করতে হবে।যারা  হালদা মাছ শিকার করে তাঁরা দেশের শত্রু। তাদের আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে। শাখা খালের সুইস গেইট সংস্কার এবং অকেজো হ্যাচারি গুরো মেরামত করতে হবে। নতুন ভাবে আরো হ্যচারী নির্মান করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার (৪জুন) দুপুরে আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।তিনি তার বক্তৃায় বলেন হালদা নদীর মা মছের প্রজনন বৃদ্ধি ও মাছের অভয়শ্রম গড়ে তোলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সকলের সহায়তা পেলে হালদার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম ( সার্বিক) অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান,  খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির। এই অনুষ্ঠানের আগে হালদা নদী সর্তারঘাট এলাকায় হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।প্রায় দুই’শ কেজি পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net