1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাম্বল ছড়া যেন ময়লার ভাগাড়, দখল দূষণে বিলীনের পথে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মানসিক ভারসাম্যহীন রত্না বেগম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা  নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি !

চাম্বল ছড়া যেন ময়লার ভাগাড়, দখল দূষণে বিলীনের পথে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১১৪ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল পাহাড়ের পাদদেশ থেকে পশ্চিম চাম্বল বাংলাবাজার জলকদর খাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ প্রবাহমান চাম্বল ছড়াটি এখন দখল দূষণে বিলীনের পথে। বর্ষাকালীন সময়ে বিশেষ করে চাম্বল ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের প্রায় ১০ হাজার লোকের পানি নিষ্কাশনের বিকল্প ছড়া এটি। এ ছড়াটি বয়ে গেছে চাম্বল বাজার হয়ে বাঁশখালী প্রধান সড়ক দিয়ে একেবারে জলকদরে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চাম্বলবাজারস্থ প্রধান সড়কের উপর নির্মিত ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে প্রবাহমান চাম্বল ছড়াটির বেশীরভাগ অংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী কিছু মহল। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন অব্যাহতভাবে ময়লা ফেলার কারণে মৃতপ্রায় চাম্বল ছড়াটি দখল ও দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় ছড়ার পশ্চিমাংশের মুখসহ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় কতিপয় প্রভাবশালী। এছাড়াও ছড়ার পাশের বাসিন্দাদের ফেলে রাখা ময়লা ও আবর্জনায় পুরো ছড়াটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যার কারণে স্বাভাবিক পানি চলাচল বন্ধের পথে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, চাম্বল ছড়াটি মূল বাজারের ব্রিজের পূর্ব ও পশ্চিম প্রান্ত দখল করে দোকানঘর ও অবৈধ স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী মহল। এতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। যার দরুণ ছড়াটি ভরাট হয়ে আছে। স্বাভাবিক পানি চলাচল ব্যাহত রয়েছে। সামান্য বৃষ্টি হলে ছড়ায় পানি জমে। ময়লা পানিতে মশা-মাছির উপদ্রব যেমন তার চেয়ে দুর্গন্ধে জনজীবন অতিষ্ট। পূর্ব পাহাড়ি ঢল নেমে সোজা জলকদরে পঁতিত হওয়ার বিকল্প ছড়াটি দখল করে স্থাপনা নির্মাণ এখনও অব্যাহত রেখেছেন প্রভাবশালীরা। এছাড়াও প্রতিনিয়ত যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ছড়ার মধ্যে ফেলে রাখায় জনগুরুত্বপূর্ণ এ ছড়াটি এখন মৃতপ্রায়। বিষয়টি দেখার কেউ নেই। তাই স্থানীয় সচেতন এলাকাবাসী ছড়াটি রক্ষার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জরুরী ভিত্তিতে পুনর্খননের দাবি জানিয়েছেন।

চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, চাম্বলের পূর্ব চাম্বল ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ও আশপাশের জনবসতির পানি নিষ্কাশনের একমাত্র পথ সরকারি খাস খতিয়ানভুক্ত ছড়া দখল করে নির্মিত দোকানপাট, অবৈধ স্থাপনা কয়েকযুগ পার হলেও উচ্ছেদ করতে পারেনি প্রশাসন। বর্ষাকালীন সময় প্রবল বর্ষণে স্থানীয় বাজারের পূর্বাঞ্চলের কয়েক হাজার লোকজনের মাছের ঘের, ফসলি জমি পানিতে তলিয়ে যায়। ছড়াটি দখলমুক্ত করে পানি চলাচলের স্বাভাবিক গতি ফেরাতে উচ্ছেদ অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন, চাম্বল ছড়াটি দখল করে স্বাভাবিক পানি চলাচলের পথ বন্ধ রাখার বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থাগ্রহণ করা হবে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন, সরকারি ছড়া দখল করে পানি চলাচল বন্ধের বিষয়টি খতিয়ে দেখে জনস্বার্থে দ্রুত আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net