1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জায়গা সম্পত্তির বিরোধের জেরে বিধবা ও এতিম শিশুদের উপর হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

চৌদ্দগ্রামে জায়গা সম্পত্তির বিরোধের জেরে বিধবা ও এতিম শিশুদের উপর হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামে জায়গা সম্পত্তির পূর্ব বিরোধের জের ধরে আফরোজা আক্তার নামে এক বিধবা গৃহবধূর উপর নৃশংস হামলা চালিয়েছে তার ভাশুর, স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন ভূঁইয়া। হামলার ঘটনায় গৃহবধূ সহ তার দুই শিশু সন্তান আহত হয়। এ সময় বসতঘরের বেড়া, জানালা-দরজা ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনায় ভুক্তভোগি একই গ্রামের মৃত সুলতান ভূঁইয়ার ছেলে মৃত শহীদ ভূঁইয়ার স্ত্রী আফরোজা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, আফরোজা আক্তার এর স্বামী তিন-চার মাস পূর্বে প্রবাসে থাকাবস্থায় ওমানে মারা যায়। তার দুই ছেলে-মেয়েকে নিয়েে খুব কষ্টে স্বামীর ঘরে বসবাস করছে বিধবা আফরোজা। স্বামীর মৃত্যুর পর তার ভাশুর হুমায়ুন ভূঁইয়া গং নানাভাবে তার মৃত ভাই শহীদ ভূঁইয়ার পৈতৃক সম্পদ ভোগ দখলের পায়তারা করে আসছে। এতে গৃহবধূ আফরোজা আক্তার বাধা দিলে দুই সন্তান সহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তার উপর কয়েকদফা এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করে। সর্বশেষ গত মঙ্গলবারও তার উপর হুমায়ুন ভূঁইয়া পরিবারের লোকজন সহ হামলা চালায়। এতে শিশু সন্তান সহ গৃহবধূ আফরোজা গুরুতর আহত হয়। পরে তার শোর-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে অভিযুক্ত হুমায়ুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আফরোজা ও তার সন্তানদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। চিকিৎসা গ্রহণ শেষে আফরোজা বেগম বাড়িতে অবস্থান করলেও পুনরায় হামলায় আশংকায় রয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা করা হলেও প্রতিপক্ষের একঘেয়েমীর কারণে এখনো সমাধান সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগি আফরোজা আক্তার। ইউপি সদস্য কর্তৃক অসহায় গৃহবধূ ও এতিম শিশুদের উপর চাঞ্চল্যকর হামলার এমন ঘটনায় এলাকার সাধারণ মানুষের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। সকলেই অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুনের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

ভুক্তভোগি আফরোজা আক্তার বলেন, স্বামীর মৃত্যুর পর আমার ভাশুর হুমায়ুন ভূঁইয়া তার স্ত্রী লাইলী বেগম সহ আমার শ্বাশুড়ী কয়েকদফা আমার উপর হামলা চালায়। তারা আমাকে বাড়ী থেকে উচ্ছ্বেদ করার ষড়যন্ত্র করছে। এখন আমি শিশু সন্তানদের নিয়ে যাবো কোথায়? এলাকার গণ্যমান্য লোকজনকে জানিয়েও এ বিষয়ে কোনো সমাধান মিলছে না। সর্বশেষ হামলার পরে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার এবং আমার এতিম সন্তানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এলাকাবাসী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাই।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুনের কাছে জানতে চাইলে তিনি মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এটিএম আক্তার উজ জামান জানান, গৃহবধুর উপর হামলার একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net