1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি পুলিশকে আরও মানবিক হওয়ার আহবান জেলা প্রশাসক রাজশাহীর

চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ওমান প্রবাসী মো: হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিয়াবাজার ফিউচার সোসাইটির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার শিকার হওয়া প্রবাসী হাবিবুর রহমান উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম পূর্বপাড়ার মৃত জহির আহমেদ ভান্ডারীর ছেলে। হামলাকারীরারও একই এলাকার বলে জানা গেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রবাসী মো: হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকালে উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিয়াবাজার ফিউচার সোসাইটির সভাপতি, কাশিনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: আরিফুর রহমান মঞ্জু, মিয়াবাজার ফিউচার সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: সালাউদ্দিন, সেক্রেটারী আবু বকর সিদ্দিক নোমান, কোষাধ্যক্ষ মো: ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ (ব্যাংক) মো: রহমত উল্লাহ।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন মিয়াবাজার ফিউচার সোসাইটির সিনিয়র সদস্য মো: জয়নাল আবেদীন, ইকবাল হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: আমান উল্লাহ, সদস্য মো: ফারুক হোসেন, মো: বিল্লাল হোসেন, মো: রুবেল, প্রবাসী মো: ইমরান হোসেন, আরিফুর রহমান প্রমুখ। এ সময় প্রবাসীদের পক্ষে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে অবৈধভাবে কাঁকড়ি নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রবাসী হাবিবুর রহমানের সাথে এলাকার কতিপয় বালু ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ও অবৈধভাবে সরকারি খালের বালু উত্তোলন বন্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসী হাবিবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দিলে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করে। পরে ট্রাক্টরের মালিকসহ দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা বহিরাগত লোকজন সহ গত ২৮ নভেম্বর রাতে মিয়াবাজার থেকে বাড়ী ফেরার পথে প্রাণনাশের উদ্দেশ্যে প্রবাসী হাবিবুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে কাঁটা-ছেড়া রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মূমুর্ষূ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চৌদ্দগ্রাম থানায় পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগির স্ত্রী মীনা আক্তার। পুলিশ প্রশাসন ঘটনাটির তদন্ত করছে বলে জানা গেছে। ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net