1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম ইসলামী ব্যাংক রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই : মাহফুজ আলম ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের মিছিলের পর ০২ সদস্য আটক  ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৯ বার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

গতকাল সন্ধ্যায় যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীদের জনপ্রিয় সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে এর উদ্যোগে লন্ডনের আইবি পার্টি হলে এক আডম্বর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি, বাংলাদেশ হাইকমিশনারের পক্ষে হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম, বারকিং ও ডাগেনহ্যামের মেয়র মাইন উদ্দিন কাদেরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন সহ লন্ডনস্থ বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের সভাপতি আবু আহমেদ খিজির, সহ-সভাপতি আঞ্জুমান চৌধুরী, চট্টগ্রাম সমিতির ট্রেজারার আব্দুল মান্নান, সিতাকুণ্ড সমিতির সেক্রেটারি মোহাম্মদ সেলিম, বার্কিং ও ডাগেনহ্যাম এর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের কাউন্সিলর সামসাদ চৌধুরী,কাউন্সিলর আকতারুল আলাম, চ্যারিটি অর্গানাইজেশন ভিসাবিলিটি কেয়ার এর চেয়ারম্যান ও ট্রাস্টি সলিসিটার গনীউল্লাহ, ব্যবসায়ী নেতা সৈয়দ সাহা শাহরিয়ার, নোয়াখালী সমিতির ইফতি আহমেদ, বখতিয়ার সোসাইটির হাবিবুর রহমান সহ বিভিন্ন পেশাজীবী, ব্যারিস্টার, একাউন্টেন্ট সহ মিডিয়া ব্যক্তিত্বগন।
অনুষ্ঠানের প্রথম পর্বে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে এর সম্মানিত আহবায়ক ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান সভাপতিত্বে আসন্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। আলোচনায় অংশগ্রহণ করেন, মঈন হাসান, মিতা হাসান, কাউন্সিলর ফিরোজ গানি, ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, শওকত ওসমান, নুরুন্নবী, কুতুবুল আলম, আসমা আলম প্রমূখ।
ট্রাস্টি মোহাম্মদ আলী রেজার সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মৌলানা জুনায়েদ সোবাহান, মৌলানা সৈয়দ ইমরান। এই সময় কোরআন তেলাওয়াত করেন ইসহাক চৌধুরী । হামদ পরিবেশন করেন ইব্রাহিম জাহান।
ইফতার মাহফিলের শুরুতে অতিথিদেরকে, জিসিএ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা। অনুষ্ঠানের বিশেষ অতিথি বার্কিং ও ডাগেননহাম বরার সম্মানিত মেয়র মঈন উদ্দিন কাদেরী বলেন আমি সব সময় চট্টগ্রামবাসির পাশে আছি ও থাকবো। সকল কর্মকান্ডে ওনার সহযোগিতার আশ্বাস প্রকাশ করেন।
সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি তার বক্তব্যে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ডের ভূষি প্রশংসা করেন। তিনি চট্টগ্রাম সেন্টার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানান এবং পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করেন।
সম্মানিত অতিথি বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি জনাব ওয়ারিশুল ইসলাম হাই কমিশনার আর এক্সিলেন্সি আবিদা ইসলামের পক্ষে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন বিশেষ সরকারি কাজে আটকে পড়ায় মাননীয়া হাই কমিশনার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই সেজন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে গ্রেটার চট্রগ্রাম অ্যাসোসিয়েশনের এর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
ফাস্ট সেক্রেটারি জনাব ওয়ারিশুল ইসলাম বলেন ভবিষ্যতে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের সকল কর্মকান্ডে হাই কমিশন পাশে থাকবেন। এ ছাডা তিনি গ্রেটার চট্টগ্রামে এসোসিয়েশনের বিগত দিনের কর্মকাণ্ড ভুয়শী প্রশংসা করেন।
কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের সভাপতি আবু আহমদ খিজির প্রবাসীদের সকল সমস্যা সমাধানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন কে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি প্রবাসিদের কুল্যানে কাজ করতে জিসিএ কে পাশে থাকার আহ্বান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব‍্যারিস্টার মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বিগত ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ চট্টগ্রামে হত গরীব ও রোহিঙ্গাদের জন্য, গরীব মেধাবী গরীব ছাত্রদের জন্য বৃত্তি, হাসপাতালে বেড প্রদান এবং কোভিড মহামারীর সময়ে হাজারো মানুষকে সহায়তার কথা উল্লেখ করেন । তিনি লন্ডনে একটি স্থায়ী চট্টগ্রাম সেন্টার ও চট্টগ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন
সবশেষে আহবায়ক ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান সভাপতির ভাষণে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
সভা শেষে ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা সবাইকে ধন্যবাদ জানান এবং উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানান। সফল ইফতার মাহফিল আয়োজনে ট্রেজারার মাসুদুর রহমানের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ইফতার মাহফিল আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net