এ এইচ এম মহিউদ্দিন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি।১৯ মে সোমবার নতুন সাজে সজ্জিত একাডেমির নতুন ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার অর্জুনতলায় একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির চীফ এক্সিকিউটিভ অফিসার আবদুস ছাত্তারের সভাপতিত্বে ও সৌরভ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এফ গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা সৈয়দা সাজেদা রশীদ শেলী, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা আবদুল জব্বার, ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ৫ নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির নেতা মির্জা সোলাইমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউসুফ মজুমদার। অনুষ্ঠানটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে একাডেমির আধুনিকীকরণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে লায়ন সৈয়দ হারুন বলেন “বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী নানা সুবিধার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। আজকের প্রজন্ম যেন দেশ ও জাতির আগামী দিনের কান্ডারী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দেবে সৈয়দ রুহুল আমীন স্মৃতি একাডেমি। কোন রকম আর্থিক সুবিধা লাভের জন্য এ প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এ ইউনিয়নের আপামর জনগণের আগামী প্রজন্মের জন্য শিক্ষা ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি তৈরি করে দেওয়ার মানসে আমার পরিবার এ প্রতিষ্ঠানটির স্বপ্ন লালন করেছে। ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কুল ড্রেস, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা, প্লে থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মক্তব শিক্ষার দারুণ সম্মিলন ঘটেছে এ নান্দনিক ক্যাম্পাসে। শিশুদের মানসিক বিকাশে রয়েছে কিডস এন্টারটেইনমেন্ট ও প্লে-জোন। অভিভাবকদের জন্য টিভি ও পত্রিকাসহ আরামদায়ক ওয়েটিং রুম। একাডেমিটি সম্পুর্নরুপে সিসিটিভি ক্যামেরায় নিয়ন্ত্রিত।
এছাড়া অন্যান্য বক্তারা বলেন, এই একাডেমি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক ও নৈতিক উন্নয়নের প্ল্যাটফর্ম। এখানে আধুনিক প্রযুক্তির পাশাপাশি নৈতিক শিক্ষারও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনবাগের পাশাপাশি একটা সময় সারা দেশে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়বে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।