1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা তফাজ্জল হোসেন মানিক মিয়া : স্মরণসভায় বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা তফাজ্জল হোসেন মানিক মিয়া : স্মরণসভায় বক্তারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯২ বার

নিজস্ব প্রতিবেদক :

সংবাদপত্র জগতের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শাহ্ আমানত দরগাহ্ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা ও তনজিমুল মোছলেমিন এতিমখানার যৌথ উদ্যোগে “নির্ভীক সাংবাদিক-সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল (রোববার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফজলুল কাদের। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম জামাল উদ্দিন।

আলোচনা ও দোয়া মাহফিলে মূখ্য আলোচনা ও দোয়া পরিচালনা করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক চট্টগ্রামের ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন মোঃ রেজা।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরু। আলোচনায় অংশগ্রহণ করেন- পাক্ষিক হাটহাজারী সমাচার এর সম্পাদক সাংবাদিক কে এম ইউসুফ, কবি ও সাংবাদিক আসিফ ইকবাল, হাফেজ লেয়াকত আলী চৌধুরী, মৌলানা ফজলুল কাদের, মৌলানা আরিফুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন বক্তা বলেন, মরহুম তফাজ্জেল হোসেন মানিক মিয়া ছিলেন আমাদের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সাহসী বীর ও কিংবদন্তী। লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের প্রতি অপরিসীম মমত্ববোধ এবং সত্য প্রকাশে মানিক মিয়া যে অমিত সাহস দেখান তা অতুলনীয়। প্রতিবাদী সংবাদিকতার সুমহান ঐতিহ্য নির্মাণে তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন অন্যতম পথিকৃৎ।

সমকালীন প্রেক্ষাপটে তাঁর অভাব বেশি বেশি অনুভূত হচ্ছে। এই অনুভূবই আমাদের মধ্যে সাহসী সাংবাদিকতাকে এখনো টিকিয়ে রেখেছে। বক্তাগণ বলেন, আসলেই সংবাদপত্র যখন সাধারণ মানুষের খবরা-খবর, সুখ-দুঃখ ও আশা-আকাঙ্খার প্রকাশের মাধ্যম তখন তাকে নিয়ন্ত্রণ করার অর্থ দাঁড়ায় জনগণকে নিয়ন্ত্রণ করা এবং মরহুম মানিক মিয়া এটাই দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম জামাল উদ্দিন বলেন, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তাঁর বলিষ্ট লেখনি স্বাধীনতা সংগ্রামকে উজ্জ্বীবিত করেছিল। স্বাধীনতা সংগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মরহুম মানিক মিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net