1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জটিলতার পাহাড়ে সংসদীয় আসন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা: টেলিগ্রাফ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট

জটিলতার পাহাড়ে সংসদীয় আসন

৭৫ আসন নিয়ে ইসির টেবিলে ৬০৭ আবেদন আজ বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৯ বার

নিজস্ব প্রতিবেদক :

সংসদীয় আসনের সীমানা জটিলতা নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট আসনের ব্যক্তিরা ৬০৭টি আবেদন করেছে নির্বাচন কমিশনে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত ৭৫টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবেদন পেয়েছে কমিশন। দাবি-আপত্তি আবেদনের সময় দেওয়ার আগেই ৬ শতাধিক ব্যক্তি এসব আবেদন করেছে।

নির্বাচন কমিশন বলছে, সংশোধিত সীমানা নির্ধারণ অধ্যাদেশ জারি হওয়ায় আজ কমিশন সভায় এসব নিয়ে আলোচনা হবে।

যদিও বিশ্লেষকরা বলছেন, সীমানা নির্ধারণের খসড়া প্রকাশের আগেই এসব আবেদন আমলে নিলে আরও জটিলতা বাড়বে। এ ছাড়া আজ বেলা ১১টার বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে- রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত ও বিবিধ বিষয়ও রাখা হয়েছে।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির ষষ্ঠ কমিশন সভা হয় গত ৪ জুন। এদিন সীমানাসংক্রান্ত আবেদনগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

বৈঠকের অগ্রগতি তুলে ধরে ওই দিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদের জন্য সীমানা পুনর্নির্ধারণী- বিষয়টি ইসি সভায় উপস্থাপন করা হয়েছে মাত্র। এটা মুলতবি করা হয়েছে। ঈদের পর পরবর্তী সভায় এটা নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত ৬০৭টি আবেদন জমা পড়েছে বলে জানান তিনি।

মোট ৭৫টি আসনের পুনর্বিন্যাস চেয়ে বিভিন্নজন বিভিন্নভাবে আবেদন করেছেন। এ আবেদনগুলো নিয়ে গবেষণা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে কমিটি পর্যায়ে। এটা নিয়ে বিশদ আলোচনা হবে। এদিকে এখনো সীমানার খসড়া প্রকাশ না করলেও ইতোমধ্যে কমিশনের কাছে আসা আবেদন পর্যালোচনা করে নিষ্পত্তি করতে চায় কমিশন। গেল ১২ মে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়।

সীমানা নির্ধারণে ‘গাইডলাইন’ অনুসরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সীমানা পুনর্নির্ধারণ আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী হবে। যেমন আইনে যে জিনিসগুলো আছে- প্রশাসনিক অখণ্ডতা, জিওগ্রাফিক্যাল লোকেশন এবং স্ট্যাটাস, জনসংখ্যা ও ভোট সংখ্যা এবং ঐতিহাসিক ভিত্তিও সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেব। তিনি জানান, জনসংখ্যার সঙ্গে ভোটার সংখ্যাটা ‘ইন্টার রিলেটেড’। বাংলাদেশের বাস্তবতায় আমাদের হয়তোবা জনসংখ্যা ব্যাপারটা একদম ঐকিক হারে করা যাবে না। কারণ এটার সঙ্গে বাউন্ডারির ব্যাপার আছে।

প্রতি নির্বাচনের আগে সীমানা নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করে থাকে ইসি। এ খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হয়। ভোটকে সামনে রেখে কয়েক মাস আগে আসনের সীমানা চূড়ান্ত হয়। এবার খসড়া প্রকাশ কবে নাগাদ করা হবে সে বিষয়ে কমিশন সভায় আলোচনা হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net