জুলাই-আগস্টে গণহত্যায় মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি শেষ হয়েছে।
এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্যের শুনানি নিয়ে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।