1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে ১ বছরে ভোটার বেড়েছে ১৬,৬৬৫ জন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক সোনারগাঁয়ে এনসিপির যুবসংগঠনের নেতাদের হত্যার হুমকি: থানায় জিডি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু প্রতিবেশি কর্তৃক পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশের বৃত্তি সম্পন্ন 

দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার

২০১৬ সালের ৬ জানুয়ারি রাতে নিজ ঘরে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হয়, কক্সবাজার রামু উপজেলার, ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক নুরুচ্ছফা। ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিনের নির্দেশে তার ছোট ভাই সন্ত্রাসী নাছির ও তাহের তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে ৬ জানুয়ারি রাত দুইটার দিকে শিক্ষক নুরুচ্ছফাকে হত্যা করে। সন্ত্রাসী মহিউদ্দিনের পরিবারের সাথে জমিজামা নিয়ে চলা দন্দ্বের জেরে পূর্ব শত্রুতার কারণেই শিক্ষক নুরুচ্ছফাকে হত্যা করা হয়। সন্ত্রাসী মহিউদ্দিন, নাছিররা আওয়ামীলীগ এর নেতা হওয়ায় এই হত্যা কান্ডে ও আসামীদেরকে রক্ষা করতে নেপথ্যে থেকে সহযোগিতা করে, ঈদগড় আওয়ামী লীগ এর নেতা হাজী নুরুল আলম। মামলার বাদীর দেওয়া এসব তথ্য আরও জানা যায় শিক্ষক নুরুচ্ছফা হত্যার মাস্টারমাইন্ড আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী মহিউদ্দিন। দীর্ঘদিন ধরে চলা জমির মামলায় হেরে গিয়ে বাদী মজিদকে অপহরণ করে। অপহরণ মামলায় জেলে থাকা অবস্থায় তার আরেক ভাই সিরাজউদ্দিনসহ সবাই মিলে শিক্ষক নুরুচ্ছফাকে হত্যার পরিকল্পনা করে। সে সময় মহিউদ্দিনের নির্দেশে জেলের বাইরে থাকা তার আরেক ভাই নাছির উদ্দিন এই হত্যার দায়িত্ব নেন। আর এই হত্যাকাণ্ডে নাছির উদ্দিনকে সকল সহযোগিতা করে মহিউদ্দিনের স্ত্রী জাহেদা বেগম ও তার আত্মীয় কাশেম। এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের রক্ষা করতে সার্বিক সহযোগিতা করে ঈদগড় আওয়ামী লীগ নেতা হাজী নুরুল আলম। ঘটনার আগে পরে আসামিদের কয়েকজনের মোবাইল কল লিস্টে নুরুল আলমের মোবাইল নম্বরের সম্পৃক্ততা পাওয়া গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত কাসেমের এক স্বীকারোক্তিতে জানা যায় এজাহার ভুক্ত এক নং আসামি নাছির উদ্দিন নিজেই শিক্ষক নুরুচ্ছফাকে গুলি করে হত্যা করে। অথচ আওয়ামীলীগ নেতা নুরুল আলম দলীয় পরিচয় এর প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে মূল আসামি নাছির উদ্দিন ও তাহেরকে মামলার চার্জশিট থেকে বাদ দেওয়ায়।

আওয়ামী লীগ সরকারের আমলে তিনবার চার্জশিট দিলেও প্রতিবারই সেই নুরুল আলম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মূল আসামি নাছির উদ্দিন কে রক্ষা করেন। মূল আসামি বাদ পড়ায় বাদী পক্ষ প্রতিবারই নারাজি দিয়ে আসছেন। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ সুপার পিবিআই কক্সবাজারের নিকট প্রেরিত রয়েছে ( মামলা নং- ৭, ০৭/০১/২০২৫, রামু, কক্সবাজার ) বাদী জানান, পুলিশ সুপার পি বি আই কক্সবাজার,যদি সঠিক তদন্ত করে মূল আসামি নাছির উদ্দিন কে জিজ্ঞাসাবাদের আওতায় আনে তাহলে হত্যার প্রকৃত আসামি চিহ্নিত করে ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে।

মামলার বিষয়ে কক্সবাজার পিবিআই পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আগেই যারা মামলার তদন্ত করেছে তারা মামলার গতি পরিবর্তন করে দিয়েছে। আমরা এখন তদন্ত করছি সঠিকটা তুলে ধরব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net