চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছে মো: রিফাত (১৭) নামে এক কিশোর। টানা দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের পাশের ডাকাতিয়া নদীতে। নিহত মো: রিফাত একই গ্রামের পশ্চিম পাড়ার মৃত মো: বাবুল মিয়ার ছেলে এবং পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দুপুরে মো: রিফাত তার বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সকল বন্ধু মিলে নদীর পাড়ের গাছে উঠে পানিতে ঝাপ দেয়। এ সময় চার বন্ধু পানির উপরে ভেসে উঠলেও মো: রিফাত নদীর পানিতে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে নদীতে থাকা কচুরিপানার নিচে আটকে যায় সে। দীর্ঘক্ষণ পানি থেকে না উঠায় আশেপাশের লোকজন জড়ো হয় এবং সকলেই পানিতে নেমে তাকে খুঁজতে থাকে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন সহ সমগ্র গ্রামের মানুষ ছুটে আসে এবং পানিতে নেমে রিফাতকে খুঁজতে থাকে। টানা দুই ঘন্টার মত প্রচেষ্টা চালিয়ে রিফাতের মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগণবিদারী চিৎকারে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে। সমগ্র এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।