1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে এক মাইক্রো চালকের মরদেহ উদ্বার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

লালমনিরহাটে এক মাইক্রো চালকের মরদেহ উদ্বার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২২০ বার

মোঃ জাহিদ হোসেন:
লালমনিরহাট জেলার অাদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বর্নামতি ব্রীজ থেকে ১কিঃমিঃ দুরে রাস্তার পাশে একটি পাট ক্ষেতের পানি থেকে দুপুরে বেলাল হোসেন (২৯) নামের এক মাইক্রো চালকের মরদেহ উদ্বার করেছে অাদিতমারী থানা পুলিশ, নিহত বেলাল হোসেনের বাড়ী শহরের হাড়ীভাঙ্গা এলাকায়, নিহতের পরিবারের নিকট যানাযায় যে সে গত ২৫ জুলাই রাতে বাসায় খাওয়া দাওয়া করে রাত অানুমানিক ৯ টার দিকে বাজারে চা খেতে অাসার কথা বলে অার বাড়ীতে ফিরে অাসেনি। রাতে অার বাড়ীতে ফিরে না অাসলে তার মা জরিনা বেগম ২৬ জুলাই লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরী করেন যাহার ডায়েরী নং- ১২৫০ তাং- ২৬ জুলাই ২০২০ ইং। হঠাৎ করে অাজ দুপুরে এক পথচারী পাটক্ষেতে একটি লাশ ভেসে থাকতে দেখে অাদিতমারী থানা পুলিশ কে খবর দেয় এবং অাদিতমারী থানা পুলিশ এসে পাটক্ষেতের পানিতে ফুলে যাওয়া একটি লাশ দেখতে পায় এবং সংগে সংগে উক্ত পাটক্ষেতে পানিতে ভেসে থাকা লাশটি দেখার জন্য হাইওয়ে রাস্তার দু ধারে শত শত মানুষের ভির জমে যায়। ইতিমধ্যে কোন এক মাইক্রো চালক লাশটি দেখে নিখোঁজ বেলালের লাশ বলে নিশ্চিত করে পরে তার বাড়ীর লোককে খবর দিলে বাড়ীর লোকজন বেলালের লাশ সনাক্ত করেন,এ ব্যপারে অাদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম বলেন যে অামি তার পরিবারের লোকজনের নিকট শুনেছি এটা মাইক্রো চালক বেলালের লাশ,তারা সদর থানায় একখানা নিখোঁজের সাধারন ডায়েরী করেছে,লাশটি তোলার জন্য সিঅাইডি ও পিবিঅাই টিম অাসলে লাশটির কার সেটা নিশ্চিত করে বলতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net