1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটের শ্যামবাগাতে আনোয়ার শেখকে তার সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি জবর দখলকারী চক্র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান

বাগেরহাটের শ্যামবাগাতে আনোয়ার শেখকে তার সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি জবর দখলকারী চক্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ২৬৭ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের শ্যামবাগাতে আনোয়ার শেখকে তার সম্পত্তি থেকে উচ্ছেদের সড়যন্ত্রে মেতে উঠেছে এলাকার একটি জবর দখলকারী চক্র।প্রতিকারের আশায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সুবিধাবাদের রোষানলে পড়া আনোয়ার।প্রাপ্ত অভিযোগে জানাযায়,বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত বারিক শেখের পুত্র আনোয়ার শেখকে তার শ্যামবাগাত গ্রামের সম্পতি থেকে একটি অসাধু চক্র উচ্ছেদ করার জন্য বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ,মিথ্যা মামলাসহ নানান প্রকার অপপ্রচার চালাচ্ছেন।ওই মহলটি সংখ্যলঘুর ধোয়া তুলে সর্বক্ষেত্রে তাৎক্ষনিক সুবিধা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।আর ওই জবর দখলকারীদের সাথে যুক্ত হয়েছেন এলাকার জালজালিয়াত চক্র কতিপয় ভুমিদস্যু।এরা যৌথ ভাবে মিলে আনোয়ারের জমিজমা গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে।সড়েজমিনে গিয়ে জানাযায়,শ্যামবাগাত গ্রামের মৃত গোপাল পদদের ৩ পুত্রের মধ্যে অমল্যুদে,শুকুমারদের এই দু,পুত্রের কাছ থেকে গত ৩/৮/৭৩ তারিখ ৪৩৭৩ নং কবলা দলিল মুলে ২একর ৬৪শতক সম্পত্তি বেলা রানী গং ক্রয় সুত্রে মালিক হন।গত ২/৫/৭৪ তারিখ ৬৮০০ নং কবলা মুলে সেই সম্পত্তি বেলা গং পাশ্ববর্তী পাগলা দেয়াপাড়া গ্রামের বারিক শেখ তার ছোট পুত্র আনোয়ার শেখ এর নামে ওই ২একর ৬৪শতক সম্পত্তি খরিদ করেন।সেই থেকে আনোয়ার ওই সম্পত্তিতে ভোগদখলে আছেন।এই সম্পত্তি থেকে আনোয়ারকে উচ্ছেদের জন্য গোপালের পুত্র মৃত নিতাই এর পুত্র সমর,মধাব,জগদিস ও বিশ্বজিতদে আনোয়ারের সম্পত্তি দখলের জন্য মিথ্যা মামলাসহ নানা রকম কুটকৌশল অবলম্ভন করেন।বার বার মামলায় হেওে গিয়ে বর্তমানে সংখ্যলঘু শব্দ ব্যবহার কওে নগদ সুবিধা নেওয়ার জন্য প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করেছেন বলে আনোয়ার শেখ,সেলিম,হুমায়ুন,মিজানুর,লিয়াকত,নুর আলী,মো: শরীফ,সামছুজ্জামান,আমিরুল ইসলাম,আকরাম হোসেন,মো: তিতাসসহ এলাকাবাসী এপ্রতিনিধিকে জানান।এবিষয়ে নিতাই এর পুত্রদ্বয় অভিযোগ অস্বিকার করে বলেন,আনোয়ারের দলিলে তঞ্চকতা রয়েছে এবং আদালতে মামলা চলমান।স্থানীয় পিলজং ইউপি চেয়ারম্যান শামীম হাসান পলাশ বলেন,শ্যামবাগতে হিন্দুদের সম্পতি আনোয়ার দলিল অনুযায়ী দখলে গেছেন,প্রতিপক্ষ থানায় অভিযোগ দিয়েছেন।তবে এলাকার পরিবেশ ভালো আছে।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান,জমাজমির বিরোধের অভিযোগের কারনে ঘটনাস্থলে দুজন অফিসাকে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষকে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার সার্থে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net