1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলে কমিটি নিয়ে অনিয়মের অভিযোগ, ক্ষোভ তৃণমূলে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলে কমিটি নিয়ে অনিয়মের অভিযোগ, ক্ষোভ তৃণমূলে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৯২ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিন এর কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে। অভিযোগ উঠেছে বিভিন্ন উপায়ে কমিটিতে ঠাই মিলেছে ঢাকা দক্ষিণে কখনো রাজনীতি করেনি এমন অনেকের। বাদ পড়েছে ত্যাগী ও পরিশ্রমী নেতারা। ২০০০ সাল এসএসসি এরকম নেতা-কর্মীদের দিয়ে কমিটি করার কথা থাকলেও কমিটিতে ঠাই মিলেছে ২০০০ এর আগে এসএসসি দেয়া অনেকের। এসব কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটিতে জায়গা পাওয়া অনেক নেতাও।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর দক্ষিণের এক নেতা বলেন, ছাত্রদলের কমিটি হবে ছাত্র রাজনীতি করে এমন ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে। কিন্তু এই কমিটিতে যুবদলে পদ আছে এমন লোকেরও ঠাই মিলেছে, ঠাই মিলেছে ঢাকা মহানগর দক্ষিণের কোন প্রোগ্রামে কখনো অংশ নেয়নি এমন অর্ধশতাধিক লোকের। তবে মহানগরের দীর্ঘদিন পরীক্ষিত অনেক ছাত্রনেতা বাদ পড়েছে এই কমিটি থেকে।

এদিকে কমিটি ঘোষণার পরে কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাহিদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “ছাত্রদল ঢাকা মহানগর (দঃ)পদ-পদবী পাওয়া অনেক নেতাদের শুভেচ্ছা জানাতে পারলাম না! ফ্যাক্ট তাদেরকে চিনি না। ”

নব গঠিত কমিটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সানি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “জীবনে কোনদিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পাশে না থেকেও যারা দৈববলে সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক হয়েছেন আগামীকাল সবাইকে প্রোগ্রাম দেখতে চাই। যদি প্রোগ্রামে না পাই দেখলেই কানের নিচে দিমু। সাধু সাবধান।”

এবিষয়ে জানতে চাইলে পদ বঞ্চিত ডেমরা থানা ছাত্রদলের সাধারন সম্পাদক তাজ মাহমুদ বলেন, “আমাকে কেনো এবং কি কারনে কমিটিতে রাখা হয় নাই তা সাংগঠনিক টিম ঢাকা (ক) এবং মহানগর এর নেতৃবৃন্দ ভালো বলতে পারবে। তা ছাড়া এই দলের জন্য জেল জুলুম মামলা প্রতিনিয়তো খেয়েই যাচ্ছি আমি। ডেমরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসহাক এনাম ভাই আমাকে কমিটি দিয়ে গেছে। আমি এসএসসি ২০০৫ এবং অবিবাহিত এবং আমি পদ না পাওয়ার পিছনে সম্পূর্ন ভাবে সাংগঠনিক ঢাকা টিম (ক), মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সরাসরি দায়ী। আমার কমিটির জুনিয়ারকে তারা এই কমিটিতে সহ সভাপতি করেছেন।

পদ বঞ্চিত আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি আশরাফুল করিম মিন্টু বলেন, সারা বাংলাদেশে ছাত্রদলকে গোছানোর জন্য যে টিম করা হয়েছে তারা আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাএদলের কমিটি করার সময় নিয়মের তোয়াক্কা না করে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে কমিটি দেন। যা আমি প্রতিবাদ করি এবং কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত অভিযোগ দেই। তার পরিপেক্ষিতে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাএদলের কমিটিতে এবং আমার কলেজে ছাত্রদল থেকে কারোই নাম রাখেনি। এই ব্যপারে কোন মন্তব্য করতে নারাজ টিমের প্রধান হাফিজ ভাই। আমাকে প্রটোকল অনুযায়ী ২ নং সহ সভাপতি রাখার কথা। তারা আমার প্রানের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ধ্বংস করার কাজে লিপ্ত।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এর সাধারণ সম্পাদক এম এ গাফফার বলেন, দীর্ঘ সময় পর কমিটি হয়েছে সে ক্ষেত্রে কিছুটা ভুল ভ্রান্তি হতে পারে। তবে কিছু লোক এ কমিটিতে জায়গা পেয়েছেন যাদেরকে আমরা চিনি না, এ কথাটা মিথ্যে নয়। আবার কিছু নেতাকর্মী বাদ পড়েছেন সক্রিয় না থাকার কারণে, আবার কেউ ইচ্ছাকৃতভাবে থানায় রাজনীতি করবেন বলে তাদেরকে এ কমিটিতে রাখা হয়নি। তবে ক্রাইটেরিয়ায় টিকে এমন কাউকে বাদ দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net